মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

দোস্ত দুশমন

রবীন জাকারিয়া

৬ সেপ্টেম্বর, ২০২২ , ১০:৪৭ অপরাহ্ণ

দোস্ত-দুশমন-রবীন-জাকারিয়া

সুযোগ পেলে

শরম ফেলে

ক্যামনে চাস ইলিশ

না বুঝে চাল

“খয়রাতি” মাল

ক্যামন করে গিলিস?

হিস্যা জানি

চাইছি পানি

দিসনা ন্যায্য ভাগ

গড়ছে মরু

মরছে তরু

রইলো মনে দাগ

ভাবছি বন্ধু

তুইতো চান্দু

আসলে তুই ভিন্ন

আমরা যে তাই

টাটা গুড বাই

দোস্তীটা হোক ছিন্ন !

রবীন জাকারিয়া
Latest posts by রবীন জাকারিয়া (see all)