সুযোগ পেলে
শরম ফেলে
ক্যামনে চাস ইলিশ
না বুঝে চাল
“খয়রাতি” মাল
ক্যামন করে গিলিস?
হিস্যা জানি
চাইছি পানি
দিসনা ন্যায্য ভাগ
গড়ছে মরু
মরছে তরু
রইলো মনে দাগ
ভাবছি বন্ধু
তুইতো চান্দু
আসলে তুই ভিন্ন
আমরা যে তাই
টাটা গুড বাই
দোস্তীটা হোক ছিন্ন !