মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ধূসর রঙের ছবি

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২৩ , ৮:০১ অপরাহ্ণ

ধূসর রঙের ছবি

ছবি আঁকতে আঁকতে দেখি

ভেঙে গেছে ক্ষয়ে যাওয়া তুলি

শুকিয়ে গেছে অভাবি অপূর্ণ রঙ,

হঠাৎ সোনালি রোদ্দুর উধাও 

কুয়াশা ঢাকা পদ-চিহ্নে

হারিয়ে গেছে সেই কবে

শৈত্য ছাড়া 

অন্য কোনো সীমানা নেই;

এখানে ধূসর ও কুয়াশার

আস্তরণে ডুবে যাচ্ছে জীবনের আশালতা। 

আমার স্বপ্নছোঁয়ার রঙ

পাল্টে যেতে পারে মুহূর্তের মধ্যে…