সিগারেটের নিকোটিনের মতই তোর আমার সম্পর্ক,
নিকোটিন ছাড়া সিগারেট মূল্যহীন,
আর আমি ছাড়া তুই।
তোর পাগলামি আর আমার নেশার ঘোর যেন একই,
আমি নেশা ছাড়া বাঁচি না
তুইও তেমন আমায় ছাড়িস না।
কিন্তু জানিস ভালোবাসার গন্ধটাই ইদানিং আমার অসহ্য লাগে,
একা থাকার নেশাটা আমায় চরমভাবে পেয়ে বসেছে।
নেশা আর আমি বেশ আছি
ঐসব বিষাক্ত ধোঁয়ার মাঝেই আমি শান্তি খুঁজি।