আগুনে হাত দিওনা, পুড়ে অংঙ্গার হয়ে যাবে।
নারীদের অসম্মান করলে তুমিও বেইজ্জত হবে,
এই সমাজের লোকের ভিড়ে।
আগুনে তবুও হাত লজ্জাকরেনা,পাগলের দল,
বুঝতে শিখ, আদব দেয়ার মত কেউ ছিলোনা তোমার,
অকারণে পোড়ালে হাত।
জম্মের পরেই নারীর হতেই রেড়ে উঠা, যৌবনের শুরুতেই নারী,
নারী বাচাঁর স্বপ্নদেখায়, জীবনের শেষ কাল অবধী পর্যন্তই নারী,
তাকেই কেবল পোড়াতেই ব্যাস্ত।
প্রথম নারীর ভালবাসা পাওয়াটা এটা প্রতিটি পুরুষের শুধুই
ভাগ্যের ব্যাপার,কালে কালে ইতিহাস আমাদের দেখিয়ে গেছে
কেবল মাত্র অফুরান্ত নারীর প্রেম।
নারীর প্রেমে হারিয়েছে রাজ্য সিংহাসন,হয়েছে ভবো ঘুরের বাসিন্দা,
কেউ আবার জীবণ বিসার্জন দিলো চোখের সামনে, নারীর ভালবাসা না পেয়ে,
নারীকে না পেয়ে।