আজো যদি ভাবো আমি শুধুই নারী ; মানুষ নই
তবে হিরোশিমায় যুদ্ধের দামামার মতো
আমি নতুন করে আর একটা বিপ্লব শুরু করবো
আমি বউ হবো না, আমি মা হবো না
শুধুই ধর্ষিত ভালোবাসার শিকার হবো না।
পুরুষ তুমি আসবে….
আসবে আমার কাছে লোভাতুর পিপাসা মেটাতে
তার আগে যাও তোমার গর্ভধারিণীর কাছে
মাত্র একবার -একবার মা বলে ডেকে আসো
আমি-ও মা, আদর – সোহাগের মা হতে চাই
আমার বুকের জমিনে আগুন লাগিও না
আমি দুর্বল নই ; নই পরজীবী
গোপনে কেঁদে কেঁদে আত্মঘাতী হবো না
আমার নরম – কোমল হাতে তুলে নেবো চাবুক
তোমার পোড়ানো দুর্গন্ধে চারদিক ভরে তুলবো ।
ভেবো না আমি নারী প্রতারক
আমি মানুষ হতে চাই ; সংগ্রামী সৈনিক হতে চাই
আমার বুকে বাংলা ভাষা আছে, আছে কবিতা
আছে লাল – সবুজের পতাকা ; আছে মানচিত্র
সবুজ – সজীবতার যত্নের ভালোবাসা
বলো তুমি কি চাও ; মায়ের মমতা
তোমার অর্ধাঙ্গিনীর ভালোবাসা ; বোনের আদর
নাকি লোভাতুর ভালোবাসার ধ্বংসাবশেষ।
পুরুষ, আমি এই বাংলার মাটিতে গড়ে ওঠা নারী
বঙ্গবন্ধুর ভালোবাসা – বঙ্গকন্যার প্রতিবাদী মন্ত্র
আমাদের বিশ্বাস ; আমাদের অঙ্গীকার
আজো যারা নির্মমতার অমানবিক নির্যাতনে উল্লসিত
অসহনীয় কোমল মাটির বুকের রস ধর্ষিত চুম্বনে শুষে নেয়
সেই নরপশুদের সংহার করবোই করবো
জয়ের বারতায় আজকের এই বিজয় রক্ষার্থে
সাহসী পাঁজরে নারী – পুরুষের একাত্মতার আলিঙ্গনে
মানুষের পতাকা ওড়াবো ; তেজস্বী বিবেকবোধে
জয়ের ধ্বনিতে সোনালি সময় ফিরে আনবোই আনবো।