বিষণ্ন গন্ধ ছুঁয়ে আছে ঐ অধর
বালুচরি আঁচলের নীরব সোহাগ
রাঙা তর্জনী রাখি অধরে তোমার
জানালায় শুনি যেন বাতাসের বেহাগ।
ভিজে মুখ মসৃণ চিবুক নিয়ে মন্থর পায়ে
নৈঃশব্দের ভেতর দাঁড়াও সন্ধ্যার শিয়রে
তৃষ্ণায় থরথর ঠোঁটের পরশ পেয়ে
উষ্ণ শ্বাসের ভেতর কেয়ার সুবাস বাড়ে।
স্বাতীর লাবণ্য মেখে জ্বালানো দীপে
ঝরা শিউলির শীতার্ত গাঢ় শিহরণে
উদাসী রূপালী দেহের নিভাঁজ এ দ্বীপে
স্বপ্ন রচি অনির্বার অরুণের স্নানে।
কাতর চোখে, বিমর্ষ বুকে জ্বালালে নব আলো
মোম গলা চুম্বনে বাসলে তুমি ভালো।