অপার সৌন্দর্য ছুঁয়ে গেছে
তোমার খোলা চুল
আর উষ্ণ রক্তিম ঠোঁটে।
অথচ এসবের কোনোটাই
আমার হবে না কোন কালে।
কি দারুণ আবেদন
নির্মল নিষ্পাপ নিখুঁত ভালোবাসা
গেঁথে গেছে গভীর হৃদয় প্রকোষ্ঠে।
তবুও আশায় থাকি অবিচল
মুছে ফেলে সব কৌতূহল।
হবেই হবে হয়তো একদিন
কবিতায় কামনায় প্রতিদিন।