আচ্ছা ধরো, পাখির ছানা
কিচিরমিচির ভুলে,
হুক্ কা হুয়া ডাক ধরলো
সক্কলে প্রাণ খুলে।
নোটন নোটন পায়রাগুলি
মিঞাও সুরে-সুরে
খুনসুটি আর খুদ খুঁটছে
উঠান ঘুরে-ঘুরে।
ব্যাঙ ডাকছে, হালুম হালুম
ডোবায় খালে বিলে,
কাক করছে ঘ্যাঙর ঘ্যাঙর
প্যাঁক প্যাঁক প্যাঁক চিলে।
শিস বাজিয়ে দুষ্টু বিড়াল
ছুটলো ভীষণ জোরে,
মোরগগুলো ঘুম ভাঙালো
হা-ম-বা ডেকে ভোরে।
ঝিঁঝিপোকার একটানা ঝিঁ…
ডাকলে জোনাক পোকা,
আচ্ছা দাদু লাগবে কেমন?
—প্রশ্ন করে খোকা।
যার ডাক তার কণ্ঠে মধুর
এটাই তো তার ভাষা,
সে তার ভাষায় স্বপ্ন দেখে
মেটায় সকল আশা।
ভাষার জন্য প্রাণ দিয়েছে
বিশ্বে কোথাও পাবি?
নিজের ভাষায় বলবো কথা
এমন ছিল দাবি।
জানিস খোকা রফিক শফিক
অকুতোভয় সেনা,
এই আমাদের বাংলাভাষা
তাদের খুনে কেনা।
ভাষা মানেই মায়ের ভাষা
যে যার ভাষায় বাঁচে,
নিজের ভাষার চেয়ে মধুর
আর কি কিছু আছে?