নিলাম হবে
অবোধ কোকিল,
শুকনো ডালের শেষ বাকলটুকুর,
ঠায় দাঁড়ানো চণ্ডিছড়া বৃক্ষটার,
উই পোকাটার ভিটের মাটি।
নিলাম হবে
বাক্ হীনতার বাক্যটুকুর
জলছাপা ছেঁড়া জামা কাপড়
নাকের ফুলের সিঁথির সিদুর
কষ্টভরা চোখের জলের।
নিলাম হবে
হাত উচানো কব্জিটুকুর
তর্জনী আঙ্গুল পথ বাড়ানো পায়ের নাখর
বিবেক দৃষ্টিঘেষা অক্ষিযুগল
দম ফোলানো বক্ষদেহের।
নিলাম হবে
আদালতের বিচার ফাইল
বিচারকের হাতের কলম
উকিল বাবুর যুক্তিমালা
গাটবাঁধা সবুজ ফাইলের।