ভরা যুবতী নদীর বুকে ছলাৎ ছলাৎ জল
শুদ্ধ করে তোলে দু’তীরের সবুজকে
সবুজকে করে তোলে আরো সবুজ, করে তোলে প্রাণবন্ত।
দিগন্তহীন নীল আকাশ নিজেকে হারায় নদীর জলে।
নদীর বুকের ছলাৎ ছলাৎ জলে
সদ্য নির্মিত রঙিন পালতোলা নৌকা এগিয়ে চলে
পাটাতনে ঘুমন্ত কাশফুল সকাল
রঙিন পালের ছেঁড়া খোপ স্নিগ্ধ সকালকে বিমর্ষ করে তোলে।
নৌকা ছুটে চলে প্রহরের পর প্রহর পেরিয়ে
গ্রামের পর গ্রাম পাটাতনে খুঁজে নেয় আশ্রয়
মহাকালের মত দীর্ঘ দুপুর শেষে একটা সোনালি বিকাল
হেলে পড়ে পাটাতনে, বিমর্ষ সকালের মাঝে নিজেকে লুটায়।
প্রহরের শেষে প্রহর আসে, শেষ হয় অষ্টপ্রহর
নৌকা ছুটে চলে, এগিয়ে যায় সামন থেকে আরো সামনে
সোনালী বিকাল ফের মিলে স্বচ্ছ শুভ্র প্রাতে
তবু রাত আসে না, আঁধার ভেড়ে না নৌকার পাটাতনে।