পনের আগস্ট 

সাঈদ সাহেদুল ইসলাম

১৫ আগস্ট, ২০২১ , ৪:০১ অপরাহ্ণ ; 650 Views

পনের আগস্ট 

রাজনীতিতে যুক্ত তিনি

দেশটা করেন মুক্ত তিনি

উচ্চে যে তাঁর আসন,

সব মানুষের মুক্তি স্বাদে

দেশপ্রেমের দায়টা কাঁধে

ছিল যে তাঁর শাসন,

শুনলে আজও তা শোন।

 

হিংস্র পশু পায়নি খ্যাতি

মুজিবুরের চায়নি খ্যাতি;

পনের আগস্ট রাতে-

সেই পশুরা হিংসে পুষে

বুলেট হাতে উঠল ফুঁসে

মাতলো রক্তপাতে

নীচ এতটাই- জাতে!

 

ছিঃ পশুরা! কী তিয়াসে

রক্ত ঝরাস- ইতিহাসে!

জাতির পিতা খুনে?

বরং তোরা আজ ঘৃণিত

শ্রেষ্ঠ মুজিব ঠিক জীবিত

তাঁর আদর্শে, গুণে;

খবর তো রাখ- শুনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *