রাজনীতিতে যুক্ত তিনি
দেশটা করেন মুক্ত তিনি
উচ্চে যে তাঁর আসন,
সব মানুষের মুক্তি স্বাদে
দেশপ্রেমের দায়টা কাঁধে
ছিল যে তাঁর শাসন,
শুনলে আজও তা শোন।
হিংস্র পশু পায়নি খ্যাতি
মুজিবুরের চায়নি খ্যাতি;
পনের আগস্ট রাতে-
সেই পশুরা হিংসে পুষে
বুলেট হাতে উঠল ফুঁসে
মাতলো রক্তপাতে
নীচ এতটাই- জাতে!
ছিঃ পশুরা! কী তিয়াসে
রক্ত ঝরাস- ইতিহাসে!
জাতির পিতা খুনে?
বরং তোরা আজ ঘৃণিত
শ্রেষ্ঠ মুজিব ঠিক জীবিত
তাঁর আদর্শে, গুণে;
খবর তো রাখ- শুনে।