মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

পিছুটান

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

ধ্রুপদী শামীমের কবিতা - পিছুটান

রোজ রাতে আমি নক্ষত্র খুঁজে ফিরি

কিংবা নক্ষত্রও আমায় খুঁজে ফেরে

শুধু আমাদের দেখা হয় না।

 

কেউ চাঁদ দেখে, কেউ দেখে রুপালি আলো

আমার না চাঁদ ভালো লাগে, না আলো;

আমি অন্ধকারে জোনাক পোকা খুঁজি।

 

এই গ্রহে সবার, সবকিছুর পিছুটান থাকে

আপন বলয়, বৃত্তের, রক্তের কিংবা মায়ার!

 

জোয়ার ভাটার মতোই জীবনেও বাণ আসে

আবার ভাটির টানে চারপাশ শূন্য করে দেয়।

 

শহরের বিষাক্ত বায়ুতে যেমন থাকে শুদ্ধ সম্পর্কের ঘ্রাণ

নদীর তীরে বিশুদ্ধ লিলুয়া বাতাস জুড়ায় আত্মার দীর্ঘশ্বাস।

 

এই নদীজল, চাঁদ, নক্ষত্র আমায় টানে না

যতটা মায়ায় জড়ায় বুকে টানে পবিত্র পিছুটান!