সফেদ মেঠো পথ ছাড়িয়ে,
বিস্তৃর্ণ মাঠ পেড়িয়ে,
বিবর্ণ স্বপ্নগুলোকে এক সুঁতোয় মালা গেঁথে পরিয়ে তাকে যখন বলেছিলাম—
হয়তো বছর দু’এক নয় আরো কুড়ি বছর পর
দেখা হবে তোমাতে-আমাতে৷
হাঁটুজল নদীর কূলে,
কাঁশবনের আলো-আঁধারের ভেতরে,
কেউ ছিলোনা আশে-পাশে—
শরতের পূর্ণিমাটা দেখেছিলো বোধহয় অতি গোপনে— বলেছিলো হয়তো
মিলাবে আবার আরো বছর কুড়ি পরে!
এক কুড়ি, দুই কুড়ি করে
জীবন সায়াহ্নে-
কুড়োতে পারিনি কিছুই৷
শুধু কুড়িয়ে রেখেছি,
দু’কুড়ি বছরের সেই পুরোনো প্রেম
অতি যতনে৷
(লেখক কর্তৃক আপলোডকৃত। অসম্পাদিত)