মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

পুরোনো প্রেম

রবীন জাকারিয়া

১৯ অক্টোবর, ২০২২ , ১১:২৬ পূর্বাহ্ণ

পুরোনো প্রেম রবীন জাকারিয়া

সফেদ মেঠো পথ ছাড়িয়ে,
বিস্তৃর্ণ মাঠ পেড়িয়ে,
বিবর্ণ স্বপ্নগুলোকে এক সুঁতোয় মালা গেঁথে পরিয়ে তাকে যখন বলেছিলাম—
হয়তো বছর দু’এক নয় আরো কুড়ি বছর পর
দেখা হবে তোমাতে-আমাতে৷
হাঁটুজল নদীর কূলে,
কাঁশবনের আলো-আঁধারের ভেতরে,
কেউ ছিলোনা আশে-পাশে—
শরতের পূর্ণিমাটা দেখেছিলো বোধহয় অতি গোপনে— বলেছিলো হয়তো
মিলাবে আবার আরো বছর কুড়ি পরে!
এক কুড়ি, দুই কুড়ি করে
জীবন সায়াহ্নে-
কুড়োতে পারিনি কিছুই৷
শুধু কুড়িয়ে রেখেছি,
দু’কুড়ি বছরের সেই পুরোনো প্রেম
অতি যতনে৷

(লেখক কর্তৃক আপলোডকৃত। অসম্পাদিত)

রবীন জাকারিয়া
Latest posts by রবীন জাকারিয়া (see all)