মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

প্যান্ডামিক : হাংগার দ্য ডিপ্রেশন

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

প্রমথ রায়ের কবিতা - প্যান্ডামিক হাংগার দ্য ডিপ্রেশন

একবার ভুল করে ঘোড়ার রেসে হেরেছিলাম

তারপর অনবরত হেরে যাচ্ছি,

সবজি কিনতে গিয়ে দাম বেশি দিয়ে ফেলছি,

যুক্তি দেখাতে গিয়ে অপযুক্তিতে হেরে যাচ্ছি

প্রেমিকার অভিমান ভাঙতে গিয়ে হেরে যাচ্ছি

হারতে হারতে আমি ক্লান্ত- অবসাদ, ভুলে গেছি ক্ষুধার কথা,

হঠাৎ এক প্যান্ডামিক এসে গোগ্রাসে খেয়ে ফেলল আমার ডিপ্রেশন

আমি মধ্যবিত্ত থেকে নিম্নগামী হলাম,

লজ্জায় হাত পাততে না পেরে হেরে যাচ্ছি

হয়তোবা মারা যাবো অনাহারে,

আমার সংক্রামক লাশ পড়ে থাকবে অবহেলায়

: আই’ম দ্যা লুজার, হাংগার এন্ড আ প্যান্ডামিক ডেথ।

 

এই লেখাটি #মুগ্ধতা_সাহিত্য প্রতিযোগিতার অন্তর্ভুক্ত। প্রতিযোগিতার নিয়ম জানতে ক্লিক করুন এখানে