মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

প্রস্থানের দাবিদাওয়া

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ ;

রহমতুল্লাহ লিখনের কবিতা - প্রস্থানের দাবিদাওয়া

বিদায় নেবার সময় এসেছে বলে

স্মৃতিগুলোকে রেখে দেবে কি কোলে?

সম্পর্কটাকে কি দমকা হাওয়ায় উড়ন্ত

শুকনো পাতার নাম দিবে?

নাকি কড়া রোদে উবে যাওয়া

প্রস্বেদনের জলের ধারার দিকে চাইবে।

দু’জনার হাতের ছোঁয়ার ছাপগুলোকে কি

প্রমত্তা পদ্মায় সমর্পন করবে?

নাকি তুচ্ছ হতে থাকা শিমুল তুলোর

দখিনা টানে দূরে ভেসে যাওয়া দেখবে?

চোখের ঝাপটায় বলা আজন্মের কথাগুলোকে কি

ঐতিহাসিক সব উপন্যাসে ঠাঁই দিবে

নাকি আধ ফালি চাঁদ রাতের ঘন কেশের আঁধারে

মিট মিট করে তারার রূপে চাইবে?

 

প্রণয় আর ভালোবাসায় কি

থমকে যাওয়ার ফারাক করবে?

নাকি চাওয়া পাওয়ার অশেষ  ফাঁদে

নীল শাড়ি কাজল চোখে সমাপ্তি ধরা দিবে!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *