আগুন রঙের রোদের পাতায় কে যে চলে?
যখন তখন গভীর নিবিড় চলছে চলা-
দিন প্রতিদিন সারাবেলা…
রোদের পাতায় হাঁটছে রে দিক
দিকের ভেতর পথ যে তাকায়
অলক পলক আপনা হারায়!
এমনি করেই দিন চলে যায় যুগের পাতায় ক্ষণগণনায়।
জীবন যাপন রঙের খেলায় অল্প কথায় গল্প কি হয়?
অযুত নিযুত ঝাপসা কথায় হরেক রঙের অন্যবেলা!
আকাশ বাতাস আঁকছে যেমনঃ
রঙ-রঙ-রঙ রৌদ্রখেলা..