মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

প্রহেলিকা

ফজলে রাব্বী

২ জুলাই, ২০২১ , ১১:২২ অপরাহ্ণ

কবিতা- প্রহেলিকা - ফজলে রাব্বী

নিদ নগরে রূপ ছড়ানো

সুন্দরী সে-

নাম না জানা চক্ষুু টানা

হুর পরি সে।

 

চোখ পাকিয়ে ঠোঁট বাঁকিয়ে

মধুর স্বরে-

দীঘল কেশে পরির বেশে

পাগল করে।

 

রোজ শয়নে মন কাননে

মারলে টোকা-

ধরতে গেলে পেখম মেলে

দেয় সে ধোঁকা।

 

বাস্তবে যে হয়নি তাকে

একটু দেখা-

ঘুমের ঘোরে স্বপন ওড়ে

আমার একা।

 

এমন খেলা বন্ধ করো

সুন্দরী হে-

প্রেম সায়রে নাও ডুবিয়ে

হাত বাড়িয়ে।

ফজলে রাব্বী
Latest posts by ফজলে রাব্বী (see all)