নিদ নগরে রূপ ছড়ানো
সুন্দরী সে-
নাম না জানা চক্ষুু টানা
হুর পরি সে।
চোখ পাকিয়ে ঠোঁট বাঁকিয়ে
মধুর স্বরে-
দীঘল কেশে পরির বেশে
পাগল করে।
রোজ শয়নে মন কাননে
মারলে টোকা-
ধরতে গেলে পেখম মেলে
দেয় সে ধোঁকা।
বাস্তবে যে হয়নি তাকে
একটু দেখা-
ঘুমের ঘোরে স্বপন ওড়ে
আমার একা।
এমন খেলা বন্ধ করো
সুন্দরী হে-
প্রেম সায়রে নাও ডুবিয়ে
হাত বাড়িয়ে।