যখন তুমি শেষ বারের মতো বলেছিলে “ভালো থেকো প্রিয়”-
লাল টকটকে গরম লোহার সিকে তখনও আমার হাতের রেখাগুলো পাল্টাতে শুরু করেনি ।
যখন তুমি বলেছিলে “আমার থেকে আরো ভালো তুমি ডিজার্ভ করো”-
তখনও গ্রীষ্মের কাটফাটা রোদের তাপে আমার কপালের একটি ভাঁজও পোড়েনি ।
যখন তোমার শেষ চুম্বনটির অপেক্ষায় সারারাত চোখ ভিজিয়ে ছিলাম-
তখনও আমার বাগানে বসন্তের হাওয়ায় একটিও গাছের পাতা ঝরেনি ।
তোমার প্রথম আলাপের প্রতিশ্রুতি গুলো আজ কেমন যেন আবঝা হয়েছে।
নিরাশ্রয়ী সব ভালোবাসাগুলির বাঁধ ভেঙেছে।
প্রতি প্রাতের ভালোবাসি শব্দটাও আজ হারিয়েছে।
তোমার দামি ভালোবাসায়…! আমার বেনামি ভালোবাসা খাপ খায়না বলে।
তুমি নতুনের আসায়, আর আমি প্রাক্তনের দলে।
সুজিত আইচ
কোলকাতা, পশ্চিমবঙ্গ থেকে