মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

প্রেমিক

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

সুমাইয়া তাসনিম স্মৃতির কবিতা - প্রেমিক

জানো?

এর আগেও বহুবার চিঠি লিখেছি প্রেমিকদের উদ্দেশ্যে!

অবশ্য ওরা আমার প্রেমিক ছিলো কিনা ঠিক জানিনা!

ক্যামন য্যান

গোছালো, পরিপাটি

কিন্তু বড্ড আর্টিফিশিয়াল!

চোখে প্রেম ছিলো না

বুকেও না!

প্রেম খুঁজতে গিয়ে ওদের হারিয়ে ফেলেছি প্রতিবার।

 

ওদের ভাষায় আমি বড্ড একগুঁয়ে,

রুক্ষশুস্ক, ব্যাকডেটেড!

আজ তোমায় লিখবো বলে যখন বসলাম

নিজেকে বড্ড বেশি সুখী মনে হচ্ছে!

জানো?

ওরা প্রেমিক ছিলো না

প্রেমিক অমন হয় নাকি?

প্রেমিক তুমি!

অগোছালো

উড়নচণ্ডী

কাণ্ডজ্ঞানহীন

অথচ যার চোখ, বুক জুড়ে প্রেম থই থই করে!

প্রেমিক এমন হয়

ঠিক তোমার মত!