নিজেকে ফুল ভাবো?
তোমার কাছে ভ্রমর আসে?
তুমি প্রেমিক চিন?
প্রতিটি ভ্রমর কি প্রেমিক?
তুমি শুকিয়ে যাবার পর শোকে যারা ডানা পোড়ায় সে তোমার ঘ্রাণ ছাড়া কিছুই চায় নি।
আর যারা ফুলে ফুলে মুখ লুকায়,
তারা মধু খেতে আসে।
তুমি মধু বিলাও?
নাকি প্রেম?
গোলাপ হও,প্রেম হারানোর দায়ে মরে যাও!
আমি রানী ভাবব তোমায়!
জানো?
রাণীদের শোকযাত্রায় বিষাদের সুর বাজে!