মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ফুলের দায়

হামিদুজ্জামান

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

হামিদুজ্জামানের কবিতা - ফুলের দায়

নিজেকে ফুল ভাবো?

তোমার কাছে ভ্রমর আসে?

তুমি প্রেমিক চিন?

প্রতিটি ভ্রমর কি প্রেমিক?

তুমি শুকিয়ে যাবার পর শোকে যারা ডানা পোড়ায় সে তোমার ঘ্রাণ ছাড়া কিছুই চায় নি।

আর যারা ফুলে ফুলে মুখ লুকায়,

তারা মধু খেতে আসে।

তুমি মধু বিলাও?

নাকি প্রেম?

গোলাপ হও,প্রেম হারানোর দায়ে মরে যাও!

আমি রানী ভাবব তোমায়!

জানো?

রাণীদের শোকযাত্রায় বিষাদের সুর বাজে!

 

হামিদুজ্জামান
Latest posts by হামিদুজ্জামান (see all)