মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ফেরদৌস রহমান পলাশের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

মুগ্ধতা.কম

১১ ফেব্রুয়ারি, ২০২১ , ১১:৪৮ অপরাহ্ণ

ফেরদৌস রহমান পলাশের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান3

মুগ্ধতা ডট কমের উপদেষ্টা সম্পাদক, লেখক ও চিকিৎসক ফেরদৌস রহমান পলাশ এর প্রথম কবিতার বই ‘তুমি অন্য কারো ছাতিম ফুল ‘ এর প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর বইবাড়িতে লেখক ও সংগঠক রানা মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় লেখক পরিষদের সভাপতি ও প্রাক্তন পৌর চেয়ারম্যান কাজী মো. জুননুন। সম্মানিত অতিথি ছিলেন  রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার, কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, ছড়াকার এস এম খলিল বাবু ও বিভাগীয় লেখক পরিষদের সিনিয়র সহ-সভাপতি এসএম সাথী বেগম।

ফেরদৌস রহমান পলাশের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান2
বক্তব্য রাখছেন প্রধান অতিথি বিভাগীয় লেখক পরিষদের সভাপতি কাজী মো. জুননুন

বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জাকির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কবি হাই হাফিজ, এটিএম মোর্শেদ, মাহবুবা লাভিন, সেলিনা সাত্তার শেলি, ছড়া সংসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, কবি মাসুদ বশীর, লেখক মোকাদ্দেস আলী রাব্বী, এস এম ইতি, জীবন আহমেদ, সুমাইয়া তাসনিম স্মৃতি, মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ, আনোয়ারুল ইসলাম রানা, অঙ্কনা জাহান, আলমগীর হোসেন প্রমুখ। প্রকাশিত বইটি নিয়ে আলোচনা করেন অনলাইন ম্যাগাজিন মুগ্ধতা ডট কমের সম্পাদক মজনুর রহমান।

চন্দ্রবিন্দু প্রকাশনী থেকে প্রকাশিত বইটি বইবাড়ি, রংপুর, ঢাকার কাঁটাবন ও রকমারি ডট কমে।

 

বক্তব্য রাখছেন লেখক ডা. ফেরদৌস রহমান পলাশ
বই হাতে অতিথিবৃন্দ