মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ফেরা না ফেরা

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

মেঘের অভিমান বৃষ্টি হয়ে গলে পড়লে এই বাংলায়-

আকাশের গায়ে নীলাভ ভালোবাসা উঁকি দেয়;

সে ভালোবাসার আতর বুকে-মুখে মেখে

প্রেমগন্ধীর মতন অল্প কিছু প্রেম চাইবো।

শুভ্রতার রোদ্দুরে শুকোতে দেবো কিছু স্বল্পমেয়াদী অভিমান।

বলো, শুধু একবার বলো, তুমি ফিরে আসবে তো প্রিয়?

অবশ্য ফিরে না এলে ক্ষতি নেই..! তত জোর নেই।

বামবুকে বিচ্ছেদ-ব্যথা বৈতালির বেশে তো হাসেই!