মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ফেসবুকের সার্ভার ডাউন

মুগ্ধতা প্রতিবেদক

৫ অক্টোবর, ২০২১ , ১২:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে হঠাৎ করে ফেসবুকের সার্ভার ডাউন দেখাচ্ছে। পাশাপাশি ফেসবুকের অন্যান্য সেবা হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম এবং মেসেঞ্জারেও একই সমস্যা দেখা দিয়েছে। অসংখ্য ব্যবহারকারী এ বিষয়ে জানতে টুইটার, গুগল ইত্যাদি মাধ্যমে খোঁজ করছেন। খবর রয়টার্সের।

বাংলাদেশ সময় ৪ অক্টোবর রাত ১০ টার পর থেকে ব্যবহারকারীরা ফেসবুকে লগইন করতে পারছেন না বলে জানা গেছে।

ফেসবুকের একজন মুখপাত্র অ্যান্ডি স্টোন তার টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, এই সমস্যার বিষয়ে আমরা জানি এবং এটি নিয়ে কাজ চলছে। তবে এই সমস্যার কারণ জানাননি তিনি। তিনি এ ব্যাপারে ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।