মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বইমেলায় সোমের কৌমুদীর নতুন বই

মুগ্ধতা প্রতিবেদক

৪ ফেব্রুয়ারি, ২০২৩ , ১২:৩৩ পূর্বাহ্ণ ;

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি সোমের কৌমুদীর দ্বিতীয় কবিতার বই ‘নৌকার পাটাতনে ঘুমায় প্রহর’। প্রকাশনা প্রতিষ্ঠান পাতাপ্রকাশ থেকে বইটি বের হয়েছে।
দুই ফর্মার বইটিতে বাছাই করা ২৬ টি কবিতা রাখা হয়েছে। সৌহাত রাশেদিন সৌখিনের আকর্ষণীয় প্রচ্ছদে নামলিপি করেছেন আবিদ করিম মুন্না।
বইমেলায় পাতাপ্রকাশের ৫৫৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এর মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। তবে মেলা চলাকালীন ২৫ শতাংশ ছাড়ে কেনা যাবে বইটি।
একই প্রকাশনী থেকে ২০১৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়েছিল কবির প্রথম কাব্যগ্রন্থ ‘জোছনা রাঙা বৃষ্টি’।

***

বই: নৌকার পাটাতনে ঘুমায় প্রহর
কবি: সোমের কৌমুদী
ধরন: কবিতা
প্রকাশনী: পাতা প্রকাশ
স্টল নম্বর: ৫৫৭
প্রচ্ছদ: সৌহাত রাশেদিন সৌখিন
নামলিপি: আবিদ করিম মুন্না
দাম: ১৫০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *