মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ

মুগ্ধতা.কম

২০ আগস্ট, ২০২০ , ১১:০৫ পূর্বাহ্ণ ;

অনামিকা ফেরদৌসের কবিতা - বঙ্গবন্ধু ও বাংলদেশ

বঙ্গবন্ধু তুমি আমার কাছে বাংলাদেশ  ।।

বাংলাদেশের হৃদয়ে তুমি ,

বাংলাদেশের প্রকৃতির রূপ তুমি।।

যখন কোনো সুপুরুষ দেখি-

তখন মনে হয় , সবচেয়ে সুপুরুষ

আমার জাতির পিতা বঙ্গবন্ধু ।।

তোমার কন্ঠের ভাষণশুনে

শিউরে উঠি আজো বার বার!!

কী ভাষর দখল!! কী কথার বুননি!!

যেন আস্ত একখানা কবিতা বলছ!!

কেউ কি কখনো দেখেছে ,

আমার জাতির পিতার মতো মানুষ

আপাত মস্তক মানুষ রুপি একজন বাংলাদেশ তুমি।।

যখন তোমার দিকে , তোমর পালিত কুকুরেরা

অস্ত্র তুলেছিল-

তুমি ভয় পাওনি জানি,

শুধু অবাক বিস্ময়ে চেয়েছিলে বিশ্বাস ঘাতকদের দিকে –

বিশ্বাস করতে পারনি তখনো নরখাদকেরা

তোমার বুক ঝাঝরা করে দেবে!!

তোমার প্রিয় স্বজনদেরও রেহাই দেবেনা

এই পিশাচের দল , ভাবতেও পারনি !!

কিন্তু তোমাকে তারা শেষ

করে করে ‍দিতে পারেনি,

তুমি আছো মিশে–

আমাদের মননে, আমাদের চিন্তায়

তোমর বাংলার নদী , জল, প্রকৃতির মাঝে

মিশে আছো , থাকবে চিরদিন।।

এতবড় একজন মহীরূহকে

উপরে ফেলা সম্ভব নয়,

এতদিনে নর পিশাচেরা বুঝেছে,

হে জাতির পিতা ।।

তোমর অগনিত সন্তান অহর্নিশি

পাহারা ‍দিচ্ছে , তোমর সোনর বাংলা কে।।

কেউ পারবেনা হায়েনাদের হিস্র দাঁতের

থাবা বসাতে, তোমার প্রিয় বাংলায়।।

ভালো থেকো , নিশ্চিন্তে থেকো , শান্তিতি থেকো-

হে বাংলাদেশের জাতির পিতা –।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *