মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বনবীথি

মোঃ সাজ্জাদ খান

১ সেপ্টেম্বর, ২০২২ , ১২:৫৫ পূর্বাহ্ণ

কবিতার গল্প

দিবানিশি রেখেছি মনে

বিভোর হয়েছি তোমার স্বপনে।

কত রাত নির্ঘুম কেটেছে

মন শুধু ভালোবাসা খুঁজে বেড়িয়েছে।

কল্পনায় তোমায় নিয়ে ভেবেছি

মনে মনে এঁকেছি কত ছবি ।

আজ তুমি সেই ছবি হয়েই রয়ে গেলে…

(লেখক কর্তৃক আপলোডকৃত। অসম্পাদিত)

মোঃ সাজ্জাদ খান
Latest posts by মোঃ সাজ্জাদ খান (see all)