মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বন্ধুত্বটা থাক

মাসুম মোরশেদ

২১ জানুয়ারি, ২০২৩ , ২:৫৪ অপরাহ্ণ

বন্ধুত্বটা থাক - মাসুম মোরশেদ

কত প্রীতি কত স্মৃতি

সবই ভুলে গেলে?

হায় রে আমার পোড়া কপাল,

কত কষ্ট মেলে!

ফোনে ফোনে কিছু কথা

বলা যায় তো না-কি?

তোমার কাছে প্রেমটেম চাই না

যার পুরোটাই বাকি।

আমার দোষটা তোমার ভুলটা

পুড়ে পুড়ে হোক খাক,

কাছাকাছি নাইবা হলাম

শুধু বন্ধুত্ব থাক।

মাসুম মোরশেদ
Latest posts by মাসুম মোরশেদ (see all)