কত প্রীতি কত স্মৃতি
সবই ভুলে গেলে?
হায় রে আমার পোড়া কপাল,
কত কষ্ট মেলে!
ফোনে ফোনে কিছু কথা
বলা যায় তো না-কি?
তোমার কাছে প্রেমটেম চাই না
যার পুরোটাই বাকি।
আমার দোষটা তোমার ভুলটা
পুড়ে পুড়ে হোক খাক,
কাছাকাছি নাইবা হলাম
শুধু বন্ধুত্ব থাক।