মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বন্ধু দুজন 

মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্

২ আগস্ট, ২০২০ , ৬:২৭ অপরাহ্ণ

বন্ধু দিবসের ছড়া - বন্ধু দুজন 

অনেক বছর বন্ধু দুজন,

ছিলাম যে একসাথে

ছুটে যেতাম তুমি-আমি,

নীল আকাশের গা’তে।

 

সাদাকালো অনেক পাখি

উড়তো আকাশ দেখে,

নীল আকাশে রঙিন ঘুড়ি,

উড়তো এঁকেবেঁকে।

 

তুমি আমি বন্ধু দুজন,

পাশাপাশি বাড়ি,

সাদা মেঘের ভেলায় চড়ে

দিতাম আকাশ পাড়ি।

 

আমরা এখন বন্ধু দুজন

অনেক দূরে আছি,

এই পৃথিবীর বাস্তবতায়,

নেই যে কাছাকাছি।

 

এখন দেখি দুইটি শালিক

ওড়ে সেই একসাথে,

অশ্রু চোখে ভাসিয়ে তোলে

স্মৃতির আঁখিপাতে।

 

এখন আমি স্বপ্ন দেখি

আসবে তুমি কাছে,

বন্ধু দুজন উড়বো আবার

সে নীল আকাশ আছে।

মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্
Latest posts by মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্ (see all)