অনেক বছর বন্ধু দুজন,
ছিলাম যে একসাথে
ছুটে যেতাম তুমি-আমি,
নীল আকাশের গা’তে।
সাদাকালো অনেক পাখি
উড়তো আকাশ দেখে,
নীল আকাশে রঙিন ঘুড়ি,
উড়তো এঁকেবেঁকে।
তুমি আমি বন্ধু দুজন,
পাশাপাশি বাড়ি,
সাদা মেঘের ভেলায় চড়ে
দিতাম আকাশ পাড়ি।
আমরা এখন বন্ধু দুজন
অনেক দূরে আছি,
এই পৃথিবীর বাস্তবতায়,
নেই যে কাছাকাছি।
এখন দেখি দুইটি শালিক
ওড়ে সেই একসাথে,
অশ্রু চোখে ভাসিয়ে তোলে
স্মৃতির আঁখিপাতে।
এখন আমি স্বপ্ন দেখি
আসবে তুমি কাছে,
বন্ধু দুজন উড়বো আবার
সে নীল আকাশ আছে।