স্মৃতিতে আজও অম্লান
হবে কি কভু ম্রিয়মাণ?
না কোনো বিশেষ দিবস
না কোনো বিশেষ ক্ষণ।
বন্ধুত্ব থেকে যাবে, থাক
না আসা অবধি মরণ।
ভালোবাসা নিও বন্ধু
শুভেচ্ছা ও নিও।
ক্ষমা করতে না পার যদি
তবু তা জানিও।
আগের দিন আর আসবে না ফিরে
মৃত্যুর দিনও থাক ভালোবাসা ঘিরে।