মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বন্ধু

মাহাবুবা লাভীন

২১ জানুয়ারি, ২০২৩ , ২:৫৩ অপরাহ্ণ

বন্ধু-মাহাবুবা লাভীন

বন্ধু মানে

সহজ করে সবটা বলা,

বন্ধু মানে

দুঃখ সুখে সঙ্গে চলা।

বন্ধু মানে

গোপন কথার দুয়ার খোলা,

বন্ধু মানে

গোপন ব্যথায় আঙুল বোলা।

বন্ধু মানে

অট্টহাসি একটু সুখে,

বন্ধু মানে

থাকতে মানা গোমড়া মুখে।

বন্ধু মানে

হয়তো আরও অনেক কিছু,

বন্ধু মানে

অন্ধ ছোটা মায়ার পিছু।