অদ্ভুত এক সম্পর্ক যার নামটা ছোট
মাত্র একটা শব্দে সৃষ্ট,
অথচ নাগাল ছেড়েও ব্যাপ্তি তার
এক সীমাহীন আকাশের মতো।
রাগ ক্ষোভের বজ্রপাত নেই
স্বচ্ছ সেই আকাশ,
আছে অভিমানের মেঘে ভরা
অজস্র হিসাব নিকাশ।
এই বন্ধন এতোই নিগূঢ়
ঘটে আত্নার সাথে মিল,
অটুট এক দৃশ্যহীন টান যেন
বছরের পর বছর ধরে চলা কোন এক
জটিল মামলার দুজন দুজনের বিশ্বস্ত উকিল। ভাবার-বোঝার অনেক কিছু সম্পর্ক টা জুড়ে, রক্তের নয় আপন তবু
এক হৃদয়ের সুরে। সম্পর্কের এই পরশ পাথর
যে পেয়েছে আর যার লেগেছে জোড়া,
সে-ই তো শুধু সৌভাগ্যবান
আর বাকিরা কপালপোড়া।