মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ব্রজ গোপাল রায় এর কবিতাগুলো

ব্রজ গোপাল রায়

১১ মে, ২০২৩ , ১০:৪০ অপরাহ্ণ ;

ব্রজ গোপাল রায় এর কবিতাগুলো-1

মন নৈঝতে এক খণ্ড মেঘ

তুমি আমার মন নৈঝতে

এক খণ্ড মেঘ

ঘুর্ণি তোলা ঝড়

তুমি আমার বুকের ভিতর

উড়নি হাওয়া

ঝড় ভাঙা ঘর। 

তবুও আমি এই সকালে

সমুজ্জ্বলে

ভাবছি বসে তোমায়

তুমি শুধু তোমার সুখে

তোমার বুকে

মগ্ন আপন খেলায়। 

ভগ্ন হৃদয় এই যে আমি

আমার যতো

ভালোবাসার গান

এক খণ্ড মেঘ সেই তুমি 

তোমার মতো

কাড়ো সুখের ঘ্রাণ। 

কি সুখ পাও এই অসুখে

স্বপ্ন টিয়ে

ভেঙে মনের ঘর

মন নৈঝতে এক খণ্ড মেঘ

নিছক আবেগ

ভীষণ স্বার্থপর।

চন্দ্রকাব্য

চাঁদকে নিয়ে 

চন্দ্রকাব্য লিখবো না আর

ও বড় নষ্ট ভীষণ। 

অবাল-বৃদ্ধ-যুবা-শিশু

মাথাপিছু সবার মন নিয়ে লুকোচুরি খেলে

হৃদয় কাড়ে

দৃষ্টিচমক পলকে

প্রলোভনের টোপ ফেলে 

লোভ দেখায়-পরকিয়ায়।

এ ছাড়া আর কি আছে ওর

আপন সৌরভ? 

মেকি জোছনার বিভাহীন বৈভবে

যা কিছু চমৎকার 

নাবালক বালক যুবকের দল

বুঝে গেছে সব

ওরা এখন জোছনায় খেলে না

ভালোবাসা

নিয়নিক আলোয় 

ভালোবাসা কেনে নিলাম বাজারে।

একদা যতো গল্প-কবিতা-ছড়ার কারিগর  

চাঁদ উপমায় চন্দ্রকাব্য লিখেছেন বিস্তর

সে সব এখন ধুসর স্মৃতির ভাগারে শুধুই আবর্জনা।

শান্তির সৈনিক

তুমি যে বলো

আমিও শান্তির সৈনিক 

তবে বলো তো

শান্তির পথে হাঁটতে গিয়ে 

এ পথে ক’ কদম ফেলেছো তুমি 

কুটিল কৌশল ছাড়া।

জন্ম থেকে আজোবধি 

অনেক খেলেছো বিষাক্ত ছোবলের খেল

অনেক পুড়েছো তুমি 

খেটে খাওয়া মানুষের ঘামতেল

অবশেষে কাজের কাজ যা হলো 

অষ্টরম্ভায় তুমি এখন

খুঁজছো রথের হাউ।

ও হবে নাকো

জল গড়িয়েছে অনেক 

বেলা বেড়েছে বহু

তোমার কুহু ডাকের মায়াবী কান্নায়

কেউ আর ভুলবে না কভু।

কে তুমি কাঞ্চি কিশোরী  

না ফোটা ফুলের কলিতে তুমি তো 

ভ্রমর বিভোর সুবাস

বেতাল হাওয়া

মাত করে রেখেছো চারপাশ।

পথ ও পথচারী থমকে দাঁড়ায় 

হাওয়ায় হাওয়ায় ওড়ে 

তোমার মুখোর মৌসুম 

অকাল বসন্তের উদগ্র নিঃশ্বাস।

কে তুমি কাঞ্চি কিশোরী 

বাশরী কানাই

সুরে ও সুবাসে মুগ্ধ মাতাল?

আমি পলকবিহীন চোখে অপলক 

তোমাতেই চেয়ে থাকি

বাক হারা নির্বাক বুকে আমি

প্রণয় পাগল বালক

হৃদয় ব্যাকুল বিবাগী 

ছুটি তোমাতেই।

এ বৈশাখে

এ বৈশাখে বৃষ্টি নামুক 

বৃষ্টি নামুক সৃষ্টি সুখে 

সবার বুকে বুকে

এ বৈশাখে বৃষ্টি নামুক 

বৃষ্টি নামুক মাঠে ঘাটে

বৃক্ষ সবুজ শাখে।

এ বৈশাখে বৃষ্টি নামুক 

বৃষ্টি নামুক চৈত্র পোড়া 

পথের ধুলায়

সবুজ তৃণ লতায়

এ বৈশাখে বৃষ্টি নামুক 

বৃষ্টি নামুক জলে-স্থলে

বাড়ির উঠোন দাওয়ায়।

এ বৈশাখে বৃষ্টি নামুক 

বৃষ্টি নামুক মুশল ধারে

সবার চাওয়া-পাওয়ায়

এ বৈশাখে বৃষ্টি নামুক 

বৃষ্টি নামুক বিশ্বজুড়ে 

শান্তি নামের হাওয়ায়।

এ বৈশাখে বৃষ্টি নামুক 

থামুক অকাল ঝড়

এ বৈশাখে বৃষ্টি নামুক 

নামুক, শান্তি পরস্পর।

বৈশাখ আমার চিরচেনা 

চির আপন জন

এ বৈশাখেই বাঙালিরা

সবাই সবার আপন।

বৈশাখ আমার নতুন দিনের

নতুন ভোর

একটি নতুন সকাল

বৈশাখ আমার আশার বুকে

ভালোবাসার

সুখ উথাল-পাতাল। 

আবহমান এই বাংলার

বাঙালিদের 

এ বৈশাখ চেনা

এ বৈশাখেই বাঙালিরা

মিলায় তাদের

সকল লেনা-দেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *