ফাগুনের আগুনে নয় পেট্রোল বোমায়
ঝলসে গেছে শিমুল, পলাশ, কৃঞ্চচূড়ার শরীর
লাশের গন্ধে ভারি হয়ে আছে বাসন্তি বাতাস-
অভিমানী প্রেয়সি সাজবেনা এই ফাল্গুনে
ফুটবেনা তার খোঁপায় কোন ফুল।
বৈরী বাতাসে বসন্তের মন ভালো নেই – এবার বসন্ত আসবেনা প্রকৃতিতে।
প্রকৃতিতে নয়-
এবার বসন্ত আসুক রাজপথে
এবার বসন্ত আসুক রাজনীতিতে
এবার বসন্ত আসুক নেতৃত্বে
এবার বসন্ত আসুক বার্ণ ইউনিটে
এবার বসন্ত আসুক মনুষ্যত্বে।
বসন্ত আসে বৈরি বাতাসে
শীতের কুয়াশামাখা ডানায়
বসন্ত আসে ভেসে ভেসে
তোমার হৃদআঙ্গিনায়।
বৈরিতার মধ্যেও বসন্ত আসুক
ভালোবাসায় ভরে উঠুক
তোমার আঙ্গিনা।
পাতাঝরা বসন্তে ফুলেরা হারায়
ধুলোঝড়ে বিধ্বস্ত শিমুল-পলাশ
বৈশ্যিক উঞ্চতায় প্রভাবিত প্রেম।