মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বসন্তের তিন কবিতা

জাকির আহমদ

১৪ ফেব্রুয়ারি, ২০২১ , ১২:০৯ পূর্বাহ্ণ

বসন্তের তিন কবিতা - জাকির আহমদ

১. বসন্ত আসুক মনুষ্যত্বে

ফাগুনের আগুনে নয় পেট্রোল বোমায়

ঝলসে গেছে শিমুল, পলাশ, কৃঞ্চচূড়ার শরীর

লাশের গন্ধে ভারি হয়ে আছে বাসন্তি বাতাস-

অভিমানী প্রেয়সি সাজবেনা এই ফাল্গুনে

ফুটবেনা তার খোঁপায় কোন ফুল।

বৈরী বাতাসে বসন্তের মন ভালো নেই – এবার বসন্ত আসবেনা প্রকৃতিতে।

প্রকৃতিতে নয়-

এবার বসন্ত আসুক রাজপথে

এবার বসন্ত আসুক রাজনীতিতে

এবার বসন্ত আসুক নেতৃত্বে

এবার বসন্ত আসুক বার্ণ ইউনিটে

এবার বসন্ত আসুক মনুষ্যত্বে।

২. বসন্ত আসুক

বসন্ত আসে বৈরি বাতাসে

শীতের কুয়াশামাখা ডানায়

বসন্ত আসে ভেসে ভেসে

তোমার হৃদআঙ্গিনায়।

বৈরিতার মধ্যেও বসন্ত আসুক

ভালোবাসায় ভরে উঠুক

তোমার আঙ্গিনা।

৩. বসন্ত

পাতাঝরা বসন্তে ফুলেরা হারায়

ধুলোঝড়ে বিধ্বস্ত শিমুল-পলাশ

বৈশ্যিক উঞ্চতায় প্রভাবিত প্রেম।

জাকির আহমদ
Latest posts by জাকির আহমদ (see all)