কোকিলের ডাক শুনে
নেচে উঠে মনটা,
আনন্দে ভরে উঠে হৃদয়ের কোনটা।
আমের মুকুলে লাগে
ফাগুনের গন্ধ,
বাতাস টা বলে যায়
কবিতার ছন্দ।
কচি কচি পল্লবে
সবুজের শাড়িতে,
রূপসীরা এসে গেছে
যেনো বিয়ে বাড়িতে।
ফুলে ফুলে সেজে
মনটাতে ওঠে যেনো,
একতারা বেজে।
দুপুরের অবসরে
ঘুঘু পাখি ডাকছে,
বসন্ত কুমারীকে
কি যে ভালো লাগছে!