তুমি সেই স্বাধীনতা!তুমি সাত মার্চের বজ্র কন্ঠে,
জেগে ওঠা সাত কোটি জনতা।
তুমি এসেছ এই ভূখন্ডে,
নয় মাসের রক্তের নহরে।
বোনের সম্ভ্রম আর তিরিশ লক্ষ বলিদান শেষে,
প্রস্ফুটন হয়েছে তোমার।
শুভ্র গোধূলির শেষ লগ্নে
নব দিগন্তে উদয় হয়েছ এই বাংলায়।
তুমি সেই স্বাধীনতা!
তুমি ছেলে হারা মায়ের চোখের কোনে
উদয়াস্ত অশ্রু জমা অধীর অপেক্ষা।
অনামিশায় প্রজ্জ্বলিত আগুনের দীপশিখা তুমি,
রক্তস্নাত এক বেদনার ইতিহাস।
তুমি সেই স্বাধীনতা!
তুমি পরবশ চাদরে মোড়ানো
বিজয়ের রক্তিম উৎপিঞ্জর।
শ্মশানে ঝলসানো প্রতীক্ষার অনল তুমি।
মাড়িয়ে এসেছ বধ্যভূমি, অসংখ্য গণকবর।
সংগ্রাম, তিতিক্ষা শেষে স্বাধীনতা তুমি
চিত্রিত আজ লাল-সবুজের উপর।