মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বাঁচতে হলে মানতে হবে

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ ;

শরিফুল আলম অপুর ছড়া-বাঁচতে হলে মানতে হবে

বিশ্বে এলো মরণ ব্যাথি নামটি যে তার করোনা

যখন তখন নিজের অঙ্গ নিজের হাতেই ধরোনা।

আতঙ্ক নয় সতর্ক হই বিধি নিষেধ মানি তাই

চলাফেরা ঘোরাঘুরি সাবধানে সব করি ভাই।

পরিছন্ন থাকতে হবে থাকতে হবে পরিস্কার

কর্মদন কোলাকুলি করি সবাই বহিস্কার।

ভালো করে সাবান দিয়ে ধুতে হবে দুটি হাত

প্রয়োজনে ঘরের ভিতর থাকতে হবে দিন ও রাত।

বাসায় যদি শিশু থাকে হয়না যেনো ঘরের বার

পিতা মাতা বৃদ্ধ হলে যত্ন নিতে হবে তার।

উপসর্গ হয় যদি জ্বর হাচি,কাশি নাকে জল

আতঙ্ক নয় পরামর্শে হেল্প লাইনে করুন কল।

বাঁচতে হলে মানতে হবে দিতে হবে গুরুত্ব

হাট বাজারে বাহির হলে বজায় রাখুন দূরত্ব।

বাড়ির পাশে ডোবা নালা বাথরুম গ্রিল দরজায়

স্প্রে করুন ভালো করে সকাল বিকাল সন্ধ্যায়।

খুব প্রয়োজন হলে কারো মাস্কে ঢেকে মুখ ও নাক

ঘরে ফিরুন কাজটি সেড়ে হাতে যতই সময় থাক।

ঘরে বসেই দোয়া করি খোদার কাছে তুলে হাত

আল্লাহ্ তুমি মাফ করে দাও কবুল করো মোনাজাত।

খোদা তুমি সবই পারো ওহে রাহিম রহমান

বিশ্ব থেকে মরণ ব্যাধির করো তুমি অবসান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *