মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বাংলা ভাষার জন্যে আমার মন আনচান করে

কামরুজ্জামান দিশারি

২২ ফেব্রুয়ারি, ২০২৩ , ১১:৩৪ অপরাহ্ণ

বাংলা ভাষার জন্যে আমার মন আনচান করে

পড়তে গেলাম চায়নাতে

বাবা- মায়ের বায়নাতে

“চুং চাং চিং চু চা চি চি”

এই আগমন মিছেমিছি

পড়াশুনার পাট চুকিয়ে ফিরে এলাম দেশে

ভাষাই কারন বিষণ্ন মন জানায় অবশেষে।

সৌদি গেলাম পেটের দায়

ভাষার তোড়ে পরাণ যায়

“কাইফা হালু ইয়া আখি”

অবাক চোখে চেয়ে থাকি

মানে কী এর বুঝিনা ছাই ভাষারই মারপ্যাঁচে

ফিরে এলাম না হয় আমার ভিটেমাটি গেছে।

ভড়কে গেলাম জাপানে

ব্যস্ত ছিলাম চা পানে

(ফর্সা মেয়ে আমারে কয়)

“ওয়াতাশি ওয়া আনাতা”

মানে কি এর নেই জানা তা

দেইনি জবাব বুঝিনি তাই তাকিয়ে সে রয়

ভাষা ছাড়া কেমনে বলুন ভাবের প্রকাশ হয়!

ভাসিয়েছি কেঁদেই চোখ

ভাব প্রকাশের পাইনি লোক

দিন গিয়েছে বছর সমান

আমার এ মন দেয় সে প্রমান

হিন্দি বলুন! উর্দু বলুন! ভিনদেশিয় ভাষা

কারো মনে জাগাতে কী পারে কোন আশা!

কষ্টগুলো রেখেছিলাম বুকের মাঝে ধরে

বাংলা ভাষার জন্যে আমার মন আনচান করে।