মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বাংলা, মা আমার

অলোক আচার্য

২০ ফেব্রুয়ারি, ২০২৩ , ১১:৫৭ অপরাহ্ণ ;

বাংলা, মা আমার

বুকের গভীরে দেখেছি খুঁজে

বহমান এক নদী-মাতৃবেশে

আমার মায়ের মতোন আঁচলে

রেখেছে জড়িয়ে বড় মমতায়।

কত হিরা-মানিক রয়েছে জমা

সে নদীর তলদেশে, খুঁজেছি এত

সে মাতৃদুগ্ধের সন্ধানে;

হাজার বছরের স্রোতস্বিনী মা আমার

জেগেছিলে এক ফাল্গুনে;

ডেকেছিলেম তোমায় কত আবেগে

রক্ত মেশানো এক শিমুল ফোটা প্রহরে

তৃপ্ত করেছি আলিঙ্গণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *