বুকের গভীরে দেখেছি খুঁজে
বহমান এক নদী-মাতৃবেশে
আমার মায়ের মতোন আঁচলে
রেখেছে জড়িয়ে বড় মমতায়।
কত হিরা-মানিক রয়েছে জমা
সে নদীর তলদেশে, খুঁজেছি এত
সে মাতৃদুগ্ধের সন্ধানে;
হাজার বছরের স্রোতস্বিনী মা আমার
জেগেছিলে এক ফাল্গুনে;
ডেকেছিলেম তোমায় কত আবেগে
রক্ত মেশানো এক শিমুল ফোটা প্রহরে
তৃপ্ত করেছি আলিঙ্গণে।