এই বাজেটে একই ঘাটে
পানি খাবে বাঘ-হরিণ
শিয়াল এসে গুণবে কাঁঠাল
বিড়াল পাবে দিন-রঙিন।
বাজেট এলে সমান তালে
গুদাম ভরে ধনবান
দাম বাড়িয়ে, ঠাঁয় দাঁড়িয়ে
হয়ে থাকেন নীতিবান।
মজুদদারি কারবারীদের
আঙুল ফুলে কলাগাছ
আমজনতা দিন-দরিদ্র
পাবে না আর পুঁটিমাছ।
রাঘববোয়াল ভরবে গোয়াল
বাজেটের এই সুবিধায়!
ঘর ছাড়তে বাধ্য হবে
অনেক জনা’য় ঋণের দায়।