সেই সন্ধ্যা মেঘের বেলা ফিরে আসে
অস্হুিরতায় অদৃশ্য আলোক সম্ভারে
সাথে নিয়ে ক্ষরণ ও শেকলবন্দী মন
দাঁড়ালে নীরবে যেন আজন্ম ক্রীতদাস
একাকীত্বের ভার আর ঝরা পাতার গান
বুকে বেঁধে, অর্থহীন বিপুল সর্বনাশে
ক্ষমাহীন ক্রোধের আগুনে পোড়ালে
বনভূমি, মেঘ ও বৃষ্টির বৈভব
সৃষ্টির সংঘাতে জাগলো না পৃথিবী
এ কেমন মগ্নতা তোমার, যুদ্ধ যুদ্ধ খেলা
অবিনাশী বৃত্তে নিঃসঙ্গ প্রত্যাবর্তন!
মনে নেই ভুলে গেছ নিঃসর্গের গান
বৃষ্টি ও জলে ভেজা ভাঁটফুল রাত
বারান্দায় ঝুলে থাকা নিঃসীম প্রহর
বেদনা বৈভবের ধবল প্রপাত
যা নেই তাই দিয়ে গড়েছ ভুবন
অদূরে শূণ্য খেয়া নেই পারাপার
শেষ দাক্ষিণ্য ভেবে দিয়েছ তুলে
বিগত দিনে যা হয়েছে উজাড়।
দুঃখের অতলে জ্বলে আগুনের নদী
দুচোখে রেখেছি ধরে নক্ষত্রের রাত
সেইসব মুগ্ধতা জুড়ে গাঢ় আলিঙ্গন
বাঁধে নি স্বরূপে কোন বিরূপ সংঘাত
কখনো ঘুমে থাকি কখনো বা জেগে
বদলে যাওয়া দিনের নীরব আঁধারে
ইতিকথা লেখা হয় প্রণয়ের বেগে
সেই পথ আলো করে রোদ্দুর সব
মনে আছে ভুলি নাই সেই অবয়ব।