একুশ এলে বাংলা ভাষার
গান গেয়ে যাই প্রাণ খুলে
বন্দী বিবেক অতল আঁধার
ভাঙলো সিঁড়ি দীপ জ্বেলে।
একুশ এলে আলোকরেখা
তীব্র আলোয় সুখ ছড়ায়
মাটির সাথে মায়ের দেখা
রাতের তারায় চোখ বুলায়।
একুশ এলে পুষ্প মাল্যে
শহিদ মিনার শীর উঁচায়
প্রাণের ভাষা রক্ত মূল্যে
দিয়ে গেছেন নির্দিধায়।
একুশ এলে ছেলের খোঁজে
বীর শহিদের বৃদ্ধা মায়
অশ্রুসিক্ত নয়ন বুজে
কেঁদে কেঁদে মূর্ছা যায়।
শীতল পরান জুড়িয়ে শেষে
ফাগুন মাসে একুশ আসে
বাংলা মায়ের দেশে।
রফিক বরকত লড়াই করে
গর্জে উঠে কন্ঠ ছাড়ে
বাংলা ভাষার তরে।
সালাম জব্বার স্বপ্ন ভরে
বর্ণমালার মিছিল করে
চলে গেছেন দূরে।
কলুষ মুক্ত নীল আকাশে
আজো তাদের ছবি ভাসে
ভাষার ইতিহাসে।