মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বাশার ইবনে জহুরের দুটি ছড়া

মুগ্ধতা.কম

৩১ জুলাই, ২০২১ , ৯:৫৯ অপরাহ্ণ

বাশার ইবনে জহুরের দুটি ছড়া

১.

সমাজসেবী 

টাকা যখন কথা বলে

সত্য থাকে চুপ,

ভদ্ররূপী মানুষগুলোর

যায় না দেখা রূপ।

 

দিন দুপুরে পুকুর চুরি

বেজায় রকম ঠাট,

কালো টাকায় বাজার গরম

চলা বলার ডাঁট।

 

সময় পেলে উদোর পিণ্ডি

মারে বুদোর ঘাড়ে,

এরাই নেতা সমাজসেবী

ক্ষুধার অন্ন কাড়ে।

২.

হাসি মুখ

জ্যৈষ্ঠ মাসের উদাস দুপুর

রৌদ্রদহ খেলা,

অগ্নি ঝরায় তপ্ত সুরুজ

সকাল সন্ধ্যা বেলা।

 

খাঁ খাঁ করে মাঠের ফসল

পুড়ে পুড়ে ছাই,

রাখাল ছেলের কণ্ঠে কোন

সুরের পরশ নাই।

 

দুষ্ট কাকের কা কা ধ্বনি

হঠাৎ শুকনো ডালে,

দোল দিয়ে যায় আপন মনে

ছন্দবিহীন তালে।

 

মরা গাঙে বকের সারি

আপন মনে ওই,

হাওর বিলে ধুলো ওড়ে

মাছের আড়ত কই।

 

জ্যৈষ্ঠ মাসে ঝরায় আগুন

তবুও কত সুখ

আম কাঁঠালের হরেক রসে

ভিজত হাসিমুখ।