তবুও সময়ের খেলা চলছে অনবরত
একটি মন হয়েছে অগণন বার বিধ্বস্ত।
নিষ্ঠুরতার সবচেয়ে দামী নজরানা’টা
আমি পেয়েছিলাম মনে হয়।
বিধাতা আমাকে উপেক্ষার বদলে
দুনিয়ার বুকে দিয়েছে কবিতার বিজয়।
কি ছিলো এই বিধ্বস্ত মনের ভবিষ্যৎ,
কি ছিলো এর অজানা অতীতের নিষিদ্ধ কালো রথ!
অসম্ভবে মৃত্যু দিলো
বেঁচে থেকেও সে যেনো মিথ্যে ছিলো।
রাতের সুবাস চিরন্তনে
আকাশে কালো মেঘ কার সুবাদে?
সেই কি তুমি!
এ মন বিলি করেছি যার কাছে বিনা দামে।
তবুও কেনো
বিজয়ের পরেও বিধ্বস্ততার ছবি?
আমার মনে জায়গা করে জ্বলছে আগুন
নিয়ম করে গোপনে গোপনে!
বিধ্বস্তার এক বিরাট আয়োজনে।