মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বিভাগীয় লেখক পরিষদের শুদ্ধ বানান প্রতিযোগিতা

মুগ্ধতা.কম

২৩ ফেব্রুয়ারি, ২০২১ , ১:৪২ পূর্বাহ্ণ ;


ভাষার মাস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভাগীয় লেখক পরিষদ, রংপুর আয়োজন করেছে ‘শুদ্ধ বানান প্রতিযোগিতা-২০২১’। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থী এবং উন্মুক্ত শাখায় যে কেউ এতে অংশ নিতে পারবেন। এতে অংশ নিতে নির্ধারিত ফরম পূরণ করে জমা দিয়ে কিংবা পূরণকৃত ফরমটি মেইলে/ পেজের ইনবক্সে পাঠিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।

এছাড়া নাম, মাতা/ পিতার নাম, ঠিকানা, শ্রেণি, শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল নম্বর লিখে পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে। প্রতিযোগিতায় অংশ নিতে এসব তথ্য কিংবা পূরণকৃত ফরম পাঠাতে হবে blp.rangpur@yahoo.com এই মেইলে অথবা বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর পেজের (fb.com/blp.com) ইনবক্সে। আগামী ২৬ ফেব্রুয়ারি, শুক্রবার রংপুর টাউন হল চত্বরে অনুষ্ঠিত হবে। সেখানেই মূল্যায়ন শেষে প্রতি শাখায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ক্রেস্ট, সনদ ও বই। এছাড়া একই দিন সন্ধ্যায় রংপুর টাউন হল চত্বরে অবস্থিত সাহিত্য মঞ্চে সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘কবিকণ্ঠে কবিতা পাঠ’ অনুষ্ঠান।
ভাষার শুদ্ধতা রক্ষার এই প্রয়াসে সবাইকে যুক্ত হতে অনুরোধ জানিয়েছেন বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *