পৃথিবীতে আমরাই এক জাতি, যারা ভাষার জন্য জীবন দিতে পারি, আবার সেই ভাষার প্রতি চরম উদাসীনতাও দেখাতে পারি। আমরা শুদ্ধ বানান চর্চা করতে চাই না। বিভিন্ন কাজে বানানের প্রসঙ্গ এলে বলি, চলুক, বুঝলেই হলো! ব্যাকরণ চর্চার কথা এলে আমরা বলি, ওটা না পড়েও আমরা বাংলা জানি। ভাষা নিয়ে এত এত বক্তৃতা করি, অথচ বিদেশি ভাষা শিখতে যতটুকু পরিশ্রম করি তার কানাকড়িও মাতৃভাষার পেছনে করি না।
এই উদাসীনতা এবং বিদেশি ভাষার আগ্রাসন একসাথেই চলছে। কীভাবে তা নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না।
এখন এই গড্ডলিকা প্রবাহ থেকে আমরা রক্ষা পাব কী করে? আমাদের বায়ান্নর চেতনা ফিরিয়ে আনব কী করে?
খুব সহজ। আপনার ইচ্ছে। আপনি পরিবারে শুদ্ধ বাংলা চর্চা শুরু করুন, সারাদেশ বদলে যাবে। নিজে চর্চা করুন, বাংলার ভুলগুলোকে গুরুত্ব দিন, সন্দেহ হলে অভিধান দেখুন, কারও লেখাপত্রে ভুল দেখলে ধরিয়ে দিন। দেখবেন বড় কাজ হয়ে যাবে। উচ্চ আদালতে বাংলায় রায় দেওয়ার প্রচলন শুরু হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরেও শুদ্ধ বাংলার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘদিনের জড়তাগুলো রাষ্ট্র ভাঙতে শুরু করলে অন্যদের জন্য তা সহজ হয়। এটুকুই হচ্ছে আশার কথা।