বিশ্বব্যাপী সৃষ্টি হলো
আজকে এমন পরিস্থিতি
থেমে গেছে সকল নিয়ম
সভ্যতার স্বাভাবিক রীতি।
পৃথিবী সৃষ্টির ইতিহাসে এমন
অভূতপূর্ব অধ্যায় হয়নি রচিত
মৃত্যুর মিছিলে আজ হয়েছে
জগতের বিশ্বাস বঞ্চিত।
এ পৃথিবীও আজ নির্মমভাবে
অবাক তাকিয়ে দেখছে
মানব সভ্যতার ইতিহাস কেন
মাথা ঠুকে শুধু কাঁদছে?
আজ কোথায় পৃথিবীর
রাজাটাজা, ক্ষমতাধর?
আত্মগোপনে গৃহবন্দী যে?
গায়ে এলো বুঝি জ্বর?
হাচীন মহাভারত ইতালি স্পেন
বিশ্ব এখন ভীতুর ডিম ভয়ে যাচ্ছে ভেসে
কেবল একটিমাত্র নাম একটিমাত্র ভীতি ‘কভিড-19’ করোনা ভাইরাসে!