বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে
ঝুমঝুম ঝুম ঝুম
গাছে গাছে পড়ছে দেখ
কদম ফোটার ধুম।
বৃষ্টি মাখা গাছেরা সব
হচ্ছে ভেজা কাক
জলে ভিজে ব্যাঙেরা সব
ঘ্যাঙর ঘ্যাঙ ডাক।
বৃষ্টি এলে মনটা দোলে
শুরু করে নাচন
ভিজলে পরে জ্বর হবে কী
শুরু হবে কাঁপন।
ছোটবেলা বেজায় ভালো
ভিজে ইচ্ছেমতো
সারাবাড়ি মাথায় তুলে
শান্তি পেতাম কত!
ছড়াকারঃ ধ্রুপদী শামীম
মোবাইলঃ ০১৭১১-৮৪২৫১৯