বেলাভূমির বেলে মাটি
সতেজ হবে, হবে তো
বেলে মাটির ছোঁয়া পেয়ে
মগজ সতেজ হবেতো।
নতুনখাতা খুললে সবি
সাদা লাগে
নতুন বৃষ্টি হলে পায়ে
কাদা লাগে
নতুন পথে চলতে গেলে
ধাঁধা লাগে।
একটুখানি ছোট্ট বীজে
ছোট্ট দুটি পাতা
পাতার ভেতর লুকিয়ে থাকে
বট-পাকুরের মাথা।
০৫.০৬.২০২০