মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বেলাভূমির বেলে মাটি

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

খলিল ইমতিয়াজের কবিতা - বেলাভূমির বেলে মাটি

১.

বেলাভূমির বেলে মাটি

সতেজ হবে, হবে তো

বেলে মাটির ছোঁয়া পেয়ে

মগজ সতেজ হবেতো।

২.

নতুনখাতা খুললে সবি

সাদা লাগে

নতুন বৃষ্টি হলে পায়ে

কাদা লাগে

নতুন পথে চলতে গেলে

ধাঁধা লাগে।

৩.

একটুখানি ছোট্ট বীজে

ছোট্ট দুটি পাতা

পাতার ভেতর লুকিয়ে থাকে

বট-পাকুরের মাথা।

০৫.০৬.২০২০