মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বেলা শেষের ট্রেন

সোহানুর রহমান শাহীন

২৪ ডিসেম্বর, ২০২২ , ১১:৩৪ পূর্বাহ্ণ ;

কবিতা - বেলা শেষের ট্রেন

রাত বাড়ে, কমে আসে উৎসবের মুখরতা

নিভে যায় বাতি, জ্বলে ওঠে;

বুকের ভেতর বসত করা

এক নি:সঙ্গ বেড়ালের চোখ

ভোর হয়ে আসা মেঘের উৎস খুঁজে 

মুঠো মুঠো নিঃসীম বেদনা,

সীমাহীন সফেন অস্তিত্বে

কিছু বিষণ্ণতায় জমানো জলকনা।

Latest posts by সোহানুর রহমান শাহীন (see all)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *