মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বৈশাখ এলে

এস এম খ‌লিল বাবু

১৪ এপ্রিল, ২০২১ , ১:০০ পূর্বাহ্ণ

শুভ নববর্ষ ১৪২৮

রঙ করঢঙ কর

বৈশাখ এলে;

ঝড় আসে

বর আসে

বিয়ে শাদি হলে।

 

বৈশাখে ধূলিমাঠ

শুকনো পথঘাট

নতুনের গান;

 

চারদিকে ছোটাছুটি

ঘোরাফরো জুটিজু‌টি

সুখে ভাসে প্রাণ ।

 

প্রাণ ভরে বৈশাখে

নাগর দোলায়

বাংলার এই রূপ

হৃদয় ভোলায় ।

এস এম খ‌লিল বাবু
Latest posts by এস এম খ‌লিল বাবু (see all)